
সংগৃহিত ছবি
ফরিদপুরের সদরপুরে নির্মানাধীন সেতুর পাশের মাটি ধ্বসে চাপা পড়ে নিহত হয়েছেন ৩ নির্মাণ শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে আমিরাবাদ - কারিরহাট আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা মাটি সরিয়ে চাপা পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নির্মাণ শ্রমিক জাবেদ খান, জুলহাস ও অন্তর শেখ। এদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
এলজিইডির অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সেতুটির পূণ:নির্মাণ কাজ করছিলো। নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই সেতুর নিচের অংশের পাইলিং এর কাজ করার সময় পূর্ব পাশ থেকে মাটি ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হন ওই শ্রমিকরা।
ঘটনার পর সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি