
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে জেলেদের ধরা প্রায় ৪ লাখ ৬১ হাজার ২৫০ টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩টার সময় কোস্টগার্ড হাতিয়া স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৬টি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪ লাখ ৬১ হাজার ২৫০ টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ মাছ ও ৩টি বোটসহ ৯৫ জন জেলেকে আটক করা হয়।
তিনি জানান, পরবর্তী সময়ে জব্দ মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। জব্দ বোটগুলোকে জরিমানা ও ৯৫ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম