
সিএনজিতে ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু
কুমিল্লায় সিএনজি অটোরিকশাতে ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল চারটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
নিহতরা হলেন-সদর উপজেলার পাকামুড়া এলাকার বাসিন্দা সোহাগ মিয়া (৩৫) ও তার ছেলে সোহেল (১২)। এছাড়া দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ওসি জানান, 'চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশা ক্রসিংয়ে উঠে যায়। এসময় ট্রেনটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে মারা যান। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। তারা বাবা-ছেলে। রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।'
এস আর