
মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের এক কিশোর। আজ শনিবার দুপুর ৩টায় ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি টেম্পুষ্টান্ড ব্রীজ সংলগ্ন এলাকায় আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, 'আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় গ্রীল ওয়ার্কসপে কাজ করত। গত সাত দিন কাজে যায় না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় আত্মহত্যা করেছে।'
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার আত্মহত্যার তথ্য নিশ্চিত করে বলেন, 'লাশের সুরতহাল করেছি, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এর বাইরে যদি কিছু থাকে সেটা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর যানা যাবে। সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
এস আর