সিরাজগঞ্জে ট্রাক-অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

১ পৌষ ১৪৩২

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

১ পৌষ ১৪৩২

Radio Today News

সিরাজগঞ্জে ট্রাক-অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০০, ১৫ ডিসেম্বর ২০২৫

Google News
সিরাজগঞ্জে ট্রাক-অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি পাঠ্যপুস্তকবাহী ট্রাকের সঙ্গে অটো ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম রোডে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কটির পাটাগ্রাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) মারা যান। এসময় ভ্যানচালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন। 
নিহত চাঁন মিয়ার বাড়ি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ছাবেদ আলী।

পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। 
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জিম্মায় নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেছে। মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের