গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান এ তথ্য জানান। হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর এ ব্রিফিং করা হয়।
সায়েদুর রহমান বলেন, গুলিবিদ্ধ মস্তিষ্কের অংশ ছাড়া হাদির কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। ওষুধ ও অক্সিজেনের সহায়তায় এই অঙ্গগুলোর কার্যক্রম মোটামুটিভাবে স্থিতিশীল রয়েছে।
তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতালের যৌথ সিদ্ধান্তে তাকে সেখানে নেওয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদি ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই ভাই।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

