শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৫ জন দগ্ধ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ১৪ আগস্ট ২০২৩

Google News
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রতীকী ছবি

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

এ দুর্ঘটনায় দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা(৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, "গভীর রাতে জুরাইন থেকে নারী শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। এদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে বাকি দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।"

হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী বলেন, "তারা জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বিস্ফোরণে দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের