শনিবার,

১৮ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শনিবার,

১৮ মে ২০২৪,

৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

টানা দুই দিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়ে আছে যশোরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৫, ৪ মে ২০২৪

Google News
টানা দুই দিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়ে আছে যশোরে

সারাদেশে তাপপ্রবাহের মাত্রা কমলেও টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়ে আছে যশোরে। শনিবার  যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে শুক্রবার যশোরে রেকর্ড হয় ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। তার আগে এক মে তাপমাত্রা রেকর্ড হয় ৪২ দশমিক আট ডিগ্রি, দুই মে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

৩০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। সেদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা ছিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ সাংবাদিকদের বলেন, যশোরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া শনিবার চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক পাঁচ ও মোংলায় ৩৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। এছাড়া ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে প্রচণ্ড তাপপ্রবাহ ও ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রাকে খুব প্রচণ্ড তাপপ্রবাহ বলা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের