মঙ্গলবার,

০৭ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

০৭ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

নোয়াখালীতে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ১৮ অক্টোবর ২০২৩

Google News
নোয়াখালীতে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে গ্রেফতার হওয়া যুবক

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণরে অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মো. রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত মৃত হেদায়েত উল্যার ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান
এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেফকার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণা ও চাঁদা দাবির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেন ও দুটি সীমকার্ড ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান আলীর বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা ও চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার আসামির বিরুদ্ধে থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের