মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

নাটোরে সাতসকালে আগুনে পুড়ে ছাই বাস

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭, ১৯ নভেম্বর ২০২৩

Google News
নাটোরে সাতসকালে আগুনে পুড়ে ছাই বাস

নাটোরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছে বাসটি। রোববার (১৯ নভেম্বর) ভোরে শহরের ভবানীগন্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত মুক্তি সোনা নামে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

এদিকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখন করে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে বিরোধীদলগুলো। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের