
সাতক্ষীরার শ্যামনগরে ৫০ লাখ টাকার ভারতীয় পাতার বিড়ি ও ক্যান্সারের ওষুধসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কৈখালি ইউনিয়নের সুন্দরবন খাল থেকে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলার কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হোসেন।
আটকরা হলেন শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের বাসিন্দা আজিজুল হক, একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন, ভেটখালি গ্রামের বাসিন্দা আশরাফ হোসেন ও পৈষাখালি গ্রামের বাসিন্দা সোবহান মোল্লা।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সুন্দরবন খাল থেকে ভারতীয় বিভিন্ন মালপত্র চারজনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৮১৪ পিস ক্যান্সারের ওষুধ, ১৬৮ পিস বিটেক্স মলম, ১৫ হাজার ৯৯০ পিস ডেরাসিরক্স, ৪৮৯ পিস বাট কি দাওয়া, ১০ হাজার ২০০ পিস মেল্টিওক্সালেন, ৪০ পিস ভালগান, ৬৬ হাজার ৪০০ পিস পাতার বিড়ি, ১০ লাখ বাপ্পা বিড়ি, এক লাখ ৩ হাজার ৪০০ পিস চাচা বিড়িসহ মোট ১২ লাখ ৮০০ পিস পাতার বিড়ি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দ করা মালামাল ও অভিযুক্ত চারজনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
রেডিওটুডে নিউজ/আনাম