মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে বরিশালে কয়েক স্থানে সড়ক অবরোধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:০০, ১২ আগস্ট ২০২৫

Google News
স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে বরিশালে কয়েক স্থানে সড়ক অবরোধ

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে নগরীর কয়েক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রজনতা। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি সদর রোড, কাকলী সিনেমা হলের মোড় ও জিলা স্কুলের মোড়ে ব্লকেড করা হয়েছে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রীরা।

এদিকে শেবাচিম হাসপাতাল সংস্কারে সাত দফা দাবিতে প্রধান গেইটে সোমবার বেলা ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুইজন ছাত্র। 

এর আগে টানা আন্দোলনের ১৬তম দিন সোমবার পঞ্চম দিনের মত সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির এই ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি। তিনি মঙ্গলবার বিকেলে সমকালকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে ছাত্র-জনতার যৌক্তিক দাবি শুনতে হবে। তিনি না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। 

তিনি হুঁশিয়ার করে বলেন, আগামীকাল বুধবারও নগরীর অনেকগুলো পয়েন্ট অবরোধ করে পুরো বিভাগের সড়ক যোগাযোগ অচল করে দেওয়া হবে। 

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মহাসড়কসহ সদর রোড অবরোধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের