ছুরিকাঘাতের ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৪) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে তাওসিফের ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মো. কফিল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফকে হত্যা করা হয়। তাওসিফ নবম শ্রেণিতে পড়ত। এ সময় আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না।
রামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কফিল উদ্দিন জানান, তাওসিফের শরীরের ঊরুতে গভীর ক্ষত ছিল। এছাড়াও তার হাটু ও পায়ের আঙুলে ক্ষতচিহ্ন দেখা গেছে। তিনি বলেন, তাওসিফের অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান উপস্থিত থেকে ছেলে তাওসিফের মরদেহ গ্রহণ করেন। পরে তাওসিফের মরদেহ জামালপুর সরিষাবাড়ি চকপাড়া গ্রামে নিয়ে সেখানেই দাফন করা হবে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, হামলাকারী হিসেবে আটক ব্যক্তির নাম লিমন মিয়া। তার বাড়ি গাইবান্ধায়।
তাওসিফকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গাজিউর রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম

