শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫১, ৬ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৫৯, ৬ জানুয়ারি ২০২২

Google News
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৪টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে চার শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা। আর পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৯ শতাধিক ট্রাক নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধ ও ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে চার শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব যানবাহন পারাপার করা হবে।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের