শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঢাবিতে খান বাহাদুর আহ্ছানউল্লা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আগামী শনিবার

বিশ্ববিদ্যালয় রিপোর্টাার:

প্রকাশিত: ১৮:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৮:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
ঢাবিতে খান বাহাদুর আহ্ছানউল্লা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আগামী শনিবার

সংবাদ সম্মেলনে ঢাবি ফারসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন (ছবি: রেডিও টুডে)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও খানবাহাদুর আহছানউল্লরা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে এডুকেশন, সোশ্যাল রিফর্ম, লিটারেচার এন্ড স্পিরিচ্যুয়াল থটস অফ খানবাহাদুর আহ্ছানউল্লা শিরোনামে এই সেমিনার অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, খানবাহাদুর আহছানউল্লা তাঁর সাহিত্যকর্ম ও দর্শন দিয়ে আমাদের মাঝে অমরত্ব লাভ করেছেন। যাবতীয় অশান্তি ও অস্থিরতার বিপরীতে তিনি রেখে গেছেন স্বর্গীয় শান্তির অমীয় বার্তা। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আজকের আধুনিক বিশ্বেও তাঁর সেই বার্তার সমান উপযোগিতা রয়েছে। শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব বিনির্মাণে খানবাহাদুর আহছানউল্লার দর্শন খুবই প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা-দর্শন, সমাজ-সংস্কার, সুফিবাদের চর্চা ও সাধনা, সাহিত্য রচনা এবং মানবিক মূল্যবোধ বর্তমান সমাজের জন্য আলোকবর্তিকা। সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ খানবাহাদুর আহছানউল্লরা ইনস্টিটিউটের সাথে যৌথভাবে এই আন্তর্জাতিক সেমিনার 'এডুকেশন, সোশ্যাল রিফর্ম, লিটারেচার এন্ড স্পিরিচ্যুয়াল থট্স অফ খানবাহাদুর আহ্‌ছানউল্লা' আয়োজন করছে। 

সমাজ সংস্কারে এই মহৎ ব্যক্তির অবদান তুলে ধরে তিনি বলেন, খানবাহাদুর আহছানউল্লা সাংগঠনিক সক্ষতাসম্পন্ন একজন মানুষ ছিলেন। শুধু নিরবে, নিভৃতে লেখালেখি বা আধ্যাত্মিকতার চর্চা ও গবেষণায়ই তিনি নিজেকে নিয়োজিত রাখেনন। মানুষের সেবার ব্রত নিয়ে ১৯৩৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এবং তারই ধারাবাহিকতায় ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেন ঢাকা আহছানিয়া মিশন ।

আন্তর্জাতিক এই সেমিনারটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে 'খানবাহাদুর আহছানউল্লা: শিক্ষাবিদ, সাহিত্যিক এবং সমাজ- সংস্কারক' এবং দ্বিতীয় অধিবেশনে  'গ্লোবালাইজেশন অফ সুফিজম এন্ড ইন্টাররিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং: থট্ স এন্ড ফিলোসফি অব খানবাহাদুর আহছানউল্লা এন্ড ইট্স ইমপ্যার" এই বিষয়ে আলোচনা হবে। সেমিনারের উদ্বোধনী ও সমাপনী এই দুটি অধিবেশনেই উপরিউক্ত বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপিত হবে এবং দেশ, বিদেশের আলোচক ও বিশেষজ্ঞগণ এর উপরে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, খানবাহাদুর আহ্ছানউল্লা ১৮৭৩ সালে সাতক্ষীরার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৫ সালে নিজ গ্রামেই তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে মহাপ্রয়াণের মধ্য দিয়ে।

রেডিওটুডে নিউজ/ইআ

ইমদাদুল আজাদ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের