বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

অফিস কক্ষ থেকে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ৭ মে ২০২৫

Google News
অফিস কক্ষ থেকে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব কার্যালয় থেকে র‍্যাব কর্মকর্তা এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন সিপিসি-৩, র‍্যাব-৭ ক্যাম্পের নিজ অফিস কক্ষ থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, সকালে অফিস করার উদ্দেশ্যে ক্যাম্পে হাজির হন। পরে অপারেশনের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় অস্ত্র উত্তোলন করেন। পরবর্তীতে তাঁর নিজ অফিসে গুলির শব্দ শুনে ছুটে যায়, পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

লে. কর্নেল হাফিজ আরও জানান, তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় তাঁর টেবিলের ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

উদ্ধার করা ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেই দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’  

জানা যায়, নিহত পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ৩৭তম বিসিএসে পুলিশে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের