ভোট ডাকাতির বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে: তারেক রহমান

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

Radio Today News

ভোট ডাকাতির বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৪, ৩১ জানুয়ারি ২০২৬

Google News
ভোট ডাকাতির বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলো, তারাসহ অনেক মানুষ নির্যাতিত হয়েছিলো। তাদের জবাব দেওয়ার সময় এসেছে। পাশাপাশি যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের ‘গুপ্ত’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প নগরীতে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা করতে পারলেই এটা সম্ভব। দেশ গড়তে হবে সবাইকে নিয়ে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

উত্তরাঞ্চলকে কৃষি নির্ভর অঞ্চল হিসেবে গড়তে চাই উল্লেখ করে তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় কৃষিসহ বিভিন্ন কল-কারখানা আছে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে তরুণদের ভাগ্য উন্নয়নে করতে হবে। এই দুই জেলার তাঁত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। 

 নারীদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি সরকারে গেলে মায়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। এ কারণে বিএনপি ফ্যামিলি কার্ড করে দেবে। আমরা কৃষকদেরও কার্ড করে দিতে চাই।

এসময় ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে সবাইকে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় গুরুদের পাশে থাকতে চায় বিএনপি।

তিনি বলেন, বাংলাদেশে মানুষ এখন দেখতে চায়- কোন রাজনৈতিক দল দেশের জন্য ভালো কাজ কী করতে চায়। তারা আর নীতিকথায় বিশ্বাসী নয়। সেই বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকতে পারে- এটাই আমাদের শপথ উল্লেখ বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কেউ আর ষড়যন্ত্র করে জুলাই-আগস্টের চেতনাকে ছিনিয়ে নিতে না পারে।

 এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে দেশ এগিয়ে নেওয়ার, আর কোনো দল নেই, যোগ করেন তিনি। বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, যে কখনও বিপদে ফেলে রেখে যায়নি। সেটা একমাত্র বিএনপিই করেছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। 

তারেক রহমান বলেন, যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখলেই বলবেন, তোমরা গুপ্ত, তোমরা পালিয়ে যাওয়াদের সঙ্গে দলে দলে মিশে ছিলো। 

আমরা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই উল্লেখ করে তিনি বলেন, কথা একটাই কাজ একটাই, করবো কাজ গড় দেশ, সবার আগে বাংলাদেশ। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে গেলে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এদিন সিরাজগঞ্জের জনসভা শেষে বিকেল সোয়া পাঁটার দিকে টাঙ্গাইলের পথে রওনা হয়েছে তারেক রহমান। সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন। টাঙ্গাইল সফরের মধ্যদিয়ে শেষ হবে তারা উত্তরাঞ্চল সফর। টাঙ্গাইলের জনসভা শেষে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের