ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের সাতজন সমর্থক আহত হয়েছেন বলে জানা যায়।
আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মনিরাম বাজারের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-২ আসনে প্রচারণা চলাকালে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করীমের কর্মী ও সমর্থকদের প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
জামায়াত সমর্থকদের অভিযোগ, বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের গণসংযোগে বাধা দেয়।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াতের সমর্থকরাই প্রথমে উস্কানি দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটায়।
রেডিওটুডে নিউজ/আনাম

