দলের নেতাকর্মীদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬,

১৭ মাঘ ১৪৩২

Radio Today News

দলের নেতাকর্মীদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩১, ৩০ জানুয়ারি ২০২৬

Google News
দলের নেতাকর্মীদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

গণভোটে ‌‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে জনসভায় তিনি দলের নেতাকর্মীদের হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির পক্ষেই সম্ভব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা। দুর্নীতির লাগাম টেনে ধরাও একমাত্র বিএনপির পক্ষে সম্ভব,  দুর্নীতির রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। 

তিন বলেন, এই দেশকে গড়ে তুলতে হলে সকলকে একসঙ্গে পরিশ্রম করতে হবে। আপনাদের সমর্থন ধানের শীষে থাকলে উত্তরবঙ্গ আর পিছিয়ে থাকবে না। 

তারেক রহমান বলেন, সরকার গঠন করলে, আবু সাঈদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১৩ তারিখ থেকে বিএনপি কাজ শুরু করবে। 

বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করা হয়নি। রংপুর অঞ্চলের কয়লা উত্তোলন করতে পারলে আমরা এই অঞ্চলের অনেক উন্নয়ন করতে পারবো।

তিনি বলেন, রেজিস্ট্রার্ড এনজিও থেকে যারা ক্ষুদ্র ঋণগ্রস্ত আছেন, বিএনপি সরকার গঠন করলে সেগুলো সরকার পরিশোধ করবে। 

তারেক রহমান বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি। সাধারণ মানুষের অংশগ্রহণে হয়েছে। নির্বাচনের দিন তাই সঠিক ব্যক্তিকে বেছে নিতে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। 

তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। ফজরের ওয়াক্তে গিয়ে ভোট কেন্দ্রের সামনে জামাত আদায় করতে হবে। লাইন দিয়ে দাঁড়াতে হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের