ক্ষমতায় গেলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ শহীদ আবু সাঈদের খুনিদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে আলাপের সময় তিনি একথা বলেন। এসময় আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তারেক রহমান।
উত্তরাঞ্চলে নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে বগুড়া সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায়ের পর রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে হাজারো নেতা-কর্মী এবং উৎসুক জনতার ঢল ঠেলে সন্ধ্যার আগে পীরগঞ্জে পৌঁছান জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে।
বিকেল চারটার আগে সেখানে যাবার কথা থাকলেও, বগুড়া থেকে রংপুরে পথে মহাসড়কের দু’পাশে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এতে ধীর গতিতে চলে তার গাড়িবহর। তাই প্রায় দু’ঘন্টা পর মাগরিবের নামাজের আগে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা।
আবু সাঈদের বাবা-মা জানান, ক্ষমতায় গেলে ছেলে হত্যাসহ জুলাই আন্দেলনের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
ক্ষমতায় গেলে অবহেলিত রংপুর ও পীরগঞ্জের জন্যও কাজ করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম

