মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমেটো তুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীর সদরের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) ও তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।
তেঁতুলডাঙা গ্রামের আবু মুছার ছেলে আবু সাঈদ জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে নিজস্ব মৎস্য ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো ক্ষেত বাঁচাতে তাদের গ্রামের মুহিউস সুন্নাহ কারীমিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মনিরুল ইসলাম বেড়িবাঁধের চারপাশে বৈদ্যুতিক তার টানান।
শনিবার সকাল ৮টার দিকে মনিরুল ইসলাম তাদের ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো তুলছিলেন। টমেটো তোলার এক পর্যায়ে তিনি পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘেরের আব্দুর রহমান সবুজ ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। এক পর্যায়ে তিনি (সাঈদ) ছুঁটে এসে বাঁশ দিয়ে তারে আঘাত করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন।কিন্তু ঘটনাস্থলেই সবুজ ও মনিরুল মারা যান।
নিহত সবুজের মা মমতাজ বেগম ও মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

