বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কারো নেই : তারেক রহমান

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

Radio Today News

বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কারো নেই : তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৫, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৭, ৩১ জানুয়ারি ২০২৬

Google News
বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কারো নেই : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে বিএনপি ছাড়া এমন অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল দেশে নেই। কাজেই মানুষ তার ওপরই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার ওপরই ভরসা করে, যার ওপরে ভরসা করা যায়। মানুষ তাকেই ভরসা করে, যে বিপদের সময় মানুষকে ফেলে রেখে পালায়নি।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সবাইকে সতর্ক ও ঐক্যবন্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কেউ যেন যড়যন্ত্র করে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করতে না পারে, জয় ছিনিয়ে নিয়ে যেতে না পারে। আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাদের দেখলেই বলবেন গুপ্ত তোমরা। তারা ১৬ বছর মানুষের অধিকার আদায়ে মাঠে ছিল না।

তারেক রহমান বলেন, ‘বিগত সময়ে ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দেশের হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গত্ববরণ করেছে, গুম-খুনের শিকার হয়েছে। তাই আগামী দিনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জবাব দিতে হবে। আমরা সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, জীবন দিয়েছি।

এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে হবে।’  কৃষির উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এ জন্য কৃষকদের কৃষক কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিনির্ভর শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তাঁতশিল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সিরাজগঞ্জ ও পাবনা তাঁতশিল্পের জন্য বিখ্যাত।এ অঞ্চলের তাঁতপণ্য যাতে আগামীতে সারা বিশ্বে রপ্তানি করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’

নারীদের উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘তরুণদের আইটির বিশেষ ট্রেনিং দিয়ে কর্মক্ষম করে গড়ে তোলা হবে। পাশাপাশি যারা বিদেশে যাবে তাদের জন্যও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।’

ক্রীড়াঙ্গন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘যারা ক্রীড়াঙ্গনে ভালো করছে, তাদের বাছাই করে ভালো ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে। যাতে তারা আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন।’

ধর্মীয় কাজে জড়িতদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এবার বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা করা হবে।’

বক্তব্য শেষে পাবনা ও সিরাজগঞ্জের সকল সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।  

জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ-৬ আসনের এমপি প্রার্থী ডা. এম, এ মুহিত, পাবনা-৫ আসনের এমপি প্রার্থী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পাবনা-৩ আসনের এমপি প্রার্থী হাসান জাফির তুহিন, পাবনা-২ আসনের এমপি প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-১ আসনের এমপি প্রার্থী শামছুর রহমান ও ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ শহরে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো মেরী খাতুন প্রমুখ।

দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারেক রহমান বিকেল ৪টার দিকে সভামঞ্চে পৌঁছেন। সমাবেশ শেষে সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের