শীতকালীন অলিম্পিক কাভারেজ দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সিএমজ

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

Radio Today News

শীতকালীন অলিম্পিক কাভারেজ দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সিএমজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

Google News
শীতকালীন অলিম্পিক কাভারেজ দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সিএমজ

২০২৬ সালের মিলান–কোর্তিনা শীতকালীন অলিম্পিক গেমস কাভারেজের দায়িত্বপ্রাপ্ত দলের জন্য বুধবার বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাইসিয়ং প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ২০২৬ সালের মিলান–কোর্তিনা শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল সম্প্রচার অধিকারধারী প্রতিষ্ঠান হিসেবে সিএমজি এই আসরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচার ও সিগন্যাল উৎপাদনের লক্ষ্য নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো ফিগার স্কেটিং ও শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ইভেন্টের আল্ট্রা হাই-ডেফিনিশন আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল উৎপাদনের দায়িত্ব পালন করবে সিএমজি।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, ফিগার স্কেটিং এবং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং—এই চারটি ইভেন্টের জন্য ৮কে সম্প্রচার সিগন্যালও তৈরি করবে সংস্থাটি।

সিএমজির পাঠানো ‘চায়না রেড’ নামে পরিচিত ৪কে/৮কে আল্ট্রা হাই-ডেফিনিশন সম্প্রচার যানবাহনের বহর ইতোমধ্যে ইতালির মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে পৌঁছেছে এবং সেখানে স্থাপন ও প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। শতাব্দীপ্রাচীন এই স্টেডিয়ামেই আগামী ৬ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের