চীনে সৌরবিদ্যুৎ সক্ষমতায় রেকর্ড প্রবৃদ্ধি

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬,

১৮ মাঘ ১৪৩২

Radio Today News

চীনে সৌরবিদ্যুৎ সক্ষমতায় রেকর্ড প্রবৃদ্ধি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৪, ৩১ জানুয়ারি ২০২৬

Google News
চীনে সৌরবিদ্যুৎ সক্ষমতায় রেকর্ড প্রবৃদ্ধি

চীনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ২০২৫ সালে সবচেয়ে বড় অবদান রেখেছে সৌরবিদ্যুৎ খাত। জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দেশটিতে সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

২০২৫ সালের শেষ নাগাদ চীনের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ৩৮৯ কোটি কিলোওয়াট, যা আগের বছরের তুলনায় ১৬.১ শতাংশ বেশি। এর মধ্যে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৩৫.৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১২০ কোটি কিলোওয়াটে।

একই সময়ে বায়ু বিদ্যুৎ খাতেও ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালে বায়ু বিদ্যুতের স্থাপিত সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি কিলোওয়াটে, যা আগের বছরের চেয়ে ২২ দশমিক ৯ শতাংশ বেশি।

চীন ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছে এবং দেশটি সব খাতে সবুজ জ্বালানির রূপান্তর আরও দ্রুততর করার অঙ্গীকার করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের