বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

ফের হামলা হলে জাবাব কী হবে, জানালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ৭ মে ২০২৫

Google News
ফের হামলা হলে জাবাব কী হবে, জানালো পাকিস্তান

ভারত যদি উত্তেজনা না বাড়ায়, তবে পাকিস্তান কোনো ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। আজ বুধবার (৭ মে) জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

সরকার ও সেনাপ্রধান বিশ্বকে আশ্বস্ত করেছেন জানিয়ে উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা (ভারত) আরও কিছু করে, তাহলে আমরা আরও জোরালো জবাব দেব।’

এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান তাদের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট করতে চেয়েছে যে, তারা উত্তেজনা না বাড়িয়ে আত্মরক্ষার সীমায় থাকতে চায়, তবে পাল্টা জবাব দিতে পিছপা হবে না।

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের