মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

একসঙ্গে ৪ দেশে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত ৫৪ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ৬ মে ২০২৫

Google News
একসঙ্গে ৪ দেশে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত ৫৪ 

অবরুদ্ধে গাজা উপত্যকাজুড়ে হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই আরো তিনদেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। মঙ্গলবার (৬ মে) সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘গাজার ২০ লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।’

চারদেশে হামলার মধ্যে ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে।

এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত এই সফরে ট্রাম্প দ্বিপাক্ষিক বিষয় এবং বিনিয়োগের ওপর মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের