মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক মেহেদী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪২, ৪ মে ২০২৫

Google News
টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক মেহেদী

আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরকে কেন্দ্র করে ১৬ সদস্যের টি২০ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।

আজ রোববার (৪ মে) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। 

এদিকে, টি২০ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ। 

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের