
আগামী আগস্টে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কার কোনো কারণ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বোর্ডটি।
টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে দাবি করে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ভারতীয় দল। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম এসব খবর নাকচ করে দিয়েছেন।
তিনি জানান, “আগস্টে বাংলাদেশ-ভারত সিরিজ বাতিলের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, সিরিজটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”
প্রসঙ্গত, টাইমস অব ইন্ডিয়ার মতে, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ উত্তেজনা তৈরি হয়। তবে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সফর নিয়ে কোনো সংশয় নেই।