
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতে তার বাবার ধানমন্ডির বাসভবন ‘মাহবুব ভবন’কে সাজানো হয়েছে নতুনভাবে।
ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত এই ভবনটি ছিল জোবাইদার বাবা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসা। বর্তমানে এখানে বসবাস করছেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও পরিবারের অন্য সদস্যরা।
আগামী মঙ্গলবার (৭ মে) তার শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে ফিরছেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান ও একমাত্র কন্যা জায়মাকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর এই প্রথম দেশে পা রাখতে যাচ্ছেন তিনি।
নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন জানিয়েছেন, ‘মাহবুব ভবনে’ সাজসজ্জা, সিসিটিভি স্থাপন, গ্যাস-পানি-বিদ্যুৎ ব্যবস্থা, জেনারেটরসহ সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যদের মোতায়েন করা হবে।
তিনি বলেন, "বাসা এমনিতেই পরিচ্ছন্ন। তবে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। প্রতিবেশীদের বিরক্ত না করে, সবদিক বিবেচনায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।"
নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি চিঠি দিয়ে ডা. জোবাইদার নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে সশস্ত্র গানম্যান, পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপনের অনুরোধ জানিয়েছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইতিমধ্যে মাহবুব ভবন পরিদর্শন করেছেন এবং নিরাপত্তার বিভিন্ন দিক ঠিক করেছেন বলে জানিয়েছেন রুম্মন।
পেশাগত ও রাজনৈতিক প্রেক্ষাপট
ডা. জোবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে শিক্ষা ছুটিতে লন্ডনে গিয়ে ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (MSC) ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে তারেক রহমানের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অভিযুক্ত হন ডা. জোবাইদা ও তার মা। গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে বিচারিক আদালতের দেওয়া সাজা স্থগিত হয়ে যায়।
রেডিওটুডে নিউজ/আনাম