সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় কে এই নাসির মোড়ল?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ৫ মে ২০২৫

আপডেট: ১২:৪৯, ৫ মে ২০২৫

Google News
হাসনাতের ওপর হামলার পর আলোচনায় কে এই নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পর আলোচনায় আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার (৪ মে) রাত ১০ টা ৪১ মিনিটে দেয়া এক পোস্টে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, ‘হাসনাতের ওপর হামলাকারী কী এই নাসির মোড়ল?’ ওই পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি।

সেখানে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা নিয়ে দেয়া এক পোস্ট শেয়ার করেন শাহাদাত (Sha HA Dat) নামের একজন। ক্যাপশনে তিনি লেখেন, এটা নাসির মোড়লের এলাকা। এইখানে সমন্বয়কের যাওয়া নিষেধ। যদি আসেন এইভাবেই আপ্যায়ন করা হবে। 

আরেকটি কমেন্টে দেখা যায়, আসাদুল্লা-হিল-গালিব স্ট্যাটাস দেন- জন্মদিনের উপহার দেয়ার জন্য গাজীপুরবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। কাহিনী হলো সবাই রাজুতে আয়, রাজুতে আসো। পাঠাকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ গাজীপুর। ওর মুখে মু'তবে শিক্ষার্থীরা।

এই পোস্টের কমেন্টে আবার আলোচিত নাসির মোড়ল লেখেন, ধন্যবাদটা আমি আর সরকার বাবু কাকা শুধুমাত্র দুইজন কাম্য।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের