
পণ্য উৎপাদনে জোর না দেয়া ও কৃষকের কথা না ভেবে বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকে প্রাধান্য দেওয়ায় দেশের কৃষক ও খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’-এ তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে কমদামে মাংস আমদানি করা হলে লক্ষ লক্ষ খামারির গরু পালনের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।
তিনি অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নীতিগত বিষয়ে দ্বন্দ্ব রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নির্ভর সিদ্ধান্ত কৃষি ও প্রাণিসম্পদ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি উদাহরণ টেনে বলেন, ডিমের সাময়িক ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় আমদানির ঘোষণা দেয়, এতে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়েন। আমরা না হয় কিছুটা কষ্ট করতাম সে সময়ে।
দেশ এখনও স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণে সক্ষম বলেও মন্তব্য করেন উপদেষ্টা। একইসঙ্গে তিনি কৃষিতে অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাছের ক্ষতি হচ্ছে জানিয়ে, এ বিষয়ে সমন্বিত নীতিমালা তৈরির আহ্বান জানান।
রেডিওটুডে নিউজ/আনাম