
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।
এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশালকার মঞ্চ তৈরি করা হয়েছে। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শাহবাগ-নীলক্ষেত-দোয়েল চত্ত্বর বিভিন্ন দিক থেকে মিছিল আসছে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।
গত রমজানেই ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা। যেখানে মূল ইস্যু ছিল—সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ‘শাপলা চত্বরে গণহত্যার’ বিচার।
এদিকে গত রোববার ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার যেসব সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লংঘন করা হয়েছে।
এছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে ‘বহুত্ববাদের প্রস্তাব’ বাতিল করে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ ফিরিয়ে আনার দাবিও করেছে হেফাজতে ইসলাম।
একইসঙ্গে, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার এবং নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারও চেয়েছে সংগঠনটি।
রেডিওটুডে নিউজ/আনাম