রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

Radio Today News

দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন, উৎপাদন হচ্ছে ১০ লাখ টন: উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৭, ৩ মে ২০২৫

Google News
দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন, উৎপাদন হচ্ছে ১০ লাখ টন: উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার বোরো ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে। যে কারণে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ, ন্যায্যমূল্য না পেলে কৃষক আগামীতে ফসল উৎপাদনে আগ্রহ হারাবে।

শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় নির্মাণাধীন সাইলো গুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশে বর্তমানে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারের পাশাপাশি বেসরকারি আমদানিকারকরাই বেশি গম আমদানি করে চাহিদা পূরণ করছে। আমাদের দেশে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সবাই এখন এক বেলা রুটি খায়। কিন্তু আগে দেশের বেশির ভাগ মানুষ তিন বেলা ভাত খেত। যে কারণে দেশে গমের চাহিদা বেড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি আমাদের মন্ত্রণালয়ের নয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। টিসিবি আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করে। কার্ড বিতরণে দুর্নীতির কারণে টিসিবির অনেক কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। মজুত যদি বাড়ে, তাহলে টিসিবি কার্ড বাড়ানো হবে।

মোটা চাল চিকন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করাচ্ছি। বড় আধুনিক মিলগুলোতে এমন হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। তদন্তে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের