শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

মহাসমাবেশের ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২২, ২ মে ২০২৫

Google News
মহাসমাবেশের ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম 

চার দফা দাবিতে আগামী শনিবার (৩ মে) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

দাবিগুলো হলো— নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি।

মহাসমাবেশের সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বক্তব্য দেবেন দেশের শীর্ষ ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশ সফল করতে সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার কর্মী-সমর্থক এতে অংশগ্রহণ করবেন।

চার দফা দাবিতে ৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

এদিকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিনের নেতৃত্বে উত্তরা জোনে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদীসহ উত্তরা জোনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হেফাজত নেতৃবৃন্দ জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ এটি ইসলামি শক্তির নতুন ঐক্যের মঞ্চ হিসেবে কাজ করবে। ২০১৩ সালের মতোই ঢাকায় একটি ঐতিহাসিক জনসমাগমের লক্ষ্যেই কাজ করছেন তারা। সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতারা রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে হেফাজত নেতাকর্মীদের চাঙা করে তুলছেন।

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হেফাজত নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করছেন। কোথাও পথসভা করছেন। আবার কোথাও রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের