বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি, আহতরা হলেন যারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৯, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:৩০, ৩০ এপ্রিল ২০২৫

Google News
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি, আহতরা হলেন যারা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর পার্কের সামনে এ ঘটনা ঘটে।

দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হলে এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের জুনায়েদ আহম্মেদ, রিয়াদ হোসেন, তাহমিদ হোসেন, তাওহীদ ও এনসিপির রাকিব হাসান।

জানা গেছে, বুধবার বিকালে ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের’ দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অপরদিকে, এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

বিকাল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর তিন দফা মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সারজিস আলম বক্তব্য দেওয়ার সময়ও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত জুনায়েদ আহম্মেদ বলেন, সারজিস আলম আমাদেরও নেতা। তিনি বগুড়ায় আসছেন অথচ এ বিষয়ে এনসিপির সংগঠকরা আমাদের কিছুই জানায়নি। এজন্য আমরা প্রতিবাদ জানালে এনসিপির সংগঠকরা আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে।

এনসিপির রাকিব হাসান বলেন, কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আমাদের ওপর হামলা করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সদস্য সচিব সাকিব খান সংঘর্ষের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট ওয়াকিল ইসলাম জীম বলেন, এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত গাজী সালাউদ্দিন তানভিরের কিছু অনুসারী সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা করলে এনসিপি বাধা দেয়। এ জন্য সংঘর্ষ হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের