বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

সাবেক আইজিপি ও জিয়াউলসহ ১৩ জনকে তোলা হলো ট্রাইব্যুনালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:০৫, ২৮ এপ্রিল ২০২৫

Google News
সাবেক আইজিপি ও জিয়াউলসহ ১৩ জনকে তোলা হলো ট্রাইব্যুনালে

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনাসহ গত জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।

আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ আলাদা চারটি মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা ও রবিউল ইসলাম, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য রয়েছে আজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের