জিআই পণ্যের স্বীকৃতি পেল ‘মুন্সিগঞ্জের পাতক্ষীর’

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

Radio Today News

জিআই পণ্যের স্বীকৃতি পেল ‘মুন্সিগঞ্জের পাতক্ষীর’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৪, ৩০ এপ্রিল ২০২৫

Google News
জিআই পণ্যের স্বীকৃতি পেল ‘মুন্সিগঞ্জের পাতক্ষীর’

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ‘মুন্সিগঞ্জের পাতক্ষীর’। এটি জেলার প্রথম কোনো জিআই পণ্য।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও নিবন্ধনকৃত ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ প্রদান’ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নিবন্ধন সনদটি তুলে দেওয়া হয়।

‘জেলা প্রশাসক মুন্সিগঞ্জ’ এই সনদের স্বত্ত্বাধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

জেলা প্রশাসন জানায়, বহু প্রজন্ম ধরে স্থানীয় কারিগরদের নিপুণ হাতে তৈরি এই সুস্বাদু মিষ্টি মুন্সিগঞ্জবাসীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। দুধ, সামান্য হলুদগুড়া ও চিনি দিয়ে প্রস্তুতকৃত পাতক্ষীরের স্বাদ, গন্ধ ও গুণগত বৈশিষ্ট্য একে দেশের অন্যান্য মিষ্টান্ন থেকে স্বতন্ত্র করে তুলেছে।

GI সনদপ্রাপ্তির মধ্য দিয়ে এই পণ্যের মান ও স্বাতন্ত্র্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল, যা স্থানীয় উৎপাদকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জেলা প্রশাসক মত প্রকাশ করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের