
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে স্ববিরোধী আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একদিকে তারা নারী-পুরুষের সমান অধিকারের কথা বলছে, অন্যদিকে নারীদের জন্য আলাদা কোটা রাখার প্রস্তাব দিচ্ছে— যা পরস্পরবিরোধী।
আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নারীরা আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক। কিন্তু সংস্কার কমিশনের কার্যক্রম ঘরে ঘরে বিভ্রান্তি ছড়াতে পারে। কমিশনের রিপোর্ট কোরআন-হাদিসের পরিপন্থী হওয়ায় আমরা তা প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, প্রতিবেদনের আগে যাঁরা এই কমিশনের সদস্য, তাঁদের বৈধতা নিয়েই প্রশ্ন আছে। আগে তাদের প্রত্যাখ্যান করতে হবে।
শিশুদের ধর্মীয় শিক্ষা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন তা ধীরে ধীরে বন্ধ করা হয়েছে। মায়েরা এখন সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছেন। আর এই পরিবর্তনের পেছনে যারা রয়েছে, তারাই নারীদের বিভ্রান্ত করছে।
সংস্কার কমিশন নিয়ে আরও বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই কমিশন যদি গঠন করতেই হয়, তাহলে দেশের বৃহৎ সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেই করতে হবে। বর্তমান সংস্কার কমিশনকে আমরা স্বীকৃতি দিই না। আমরা কোনো সংঘাত চাই না, তবে বাধ্য হলে আন্দোলন করতেই হবে। দলীয়ভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
সামাজিক ও ধর্মীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, দ্বীন ও সমাজের কল্যাণে ইসলামী দলগুলো একসঙ্গে কাজ করবে। আমরা এমন বার্তা দিতে চাই, যাতে কেউ আমাদের বিভক্ত করে আর কোনো সুযোগ নিতে না পারে।