শনিবার,

০৩ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শনিবার,

০৩ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

বৃষ্টিতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু,মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৩, ২ মে ২০২৫

আপডেট: ১৪:১৫, ২ মে ২০২৫

Google News
বৃষ্টিতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু,মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

অতিরিক্ত গরম আর থেমে থেমে বৃষ্টিতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। মার্চ মাসের তুলনায় এপ্রিলে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। মৌসুমের আগেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

কখনো প্রচন্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি। প্রকৃতির এমন খেয়ালি আচরণে এবার মৌসুম শুরুর আগেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু।

মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহেও রোগী ভর্তি ছিলেন ২৭ জন। লক্ষণ আগের মতোই। জ্বর হলেই তাই পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের।

একজন রোগীর বলেন, জ্বর-বমি-মাথাব্যথা এরপর মুখ দিয়ে রক্ত গিয়েছে। অনেক সিরিয়াস অবস্থা ছিল। আরেকজন স্বজন বলেন, সরকার যদি মশা মারার ব্যবস্থা করত তাহলে তো আমার ছেলে হাসপাতালে শুয়ে থাকত না। 
প্রথম তিন দিনের মধ্যে যদি জ্বর হয় এনএসওয়ান যে টেস্ট আছে সেটা করে ফেলা যায়। আর যদি দেখি যে জ্বর ৫-৬ দিন থাকে তাহলে আমরা এন্টিবডি টেস্টের মাধ্যমে ডেঙ্গু জ্বর নির্ধারণ করতে পারি।
 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৩৩ এ। এসময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ।

দুই সিটি করপোরেশন এখনই সতর্ক না হোলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশংকা এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের।

জনস্বাস্থ্য বিশষেজ্ঞ অধ্যাপক ডা. বে -নজির আহমেদ বলেন, এখনকার তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার দুটোর জন্যই অনুকূল পরিবেশ। আমাদের সিটি করপোরেশন দুটো যদি এই উদ্যোগ নেয় যে, যেখানেই পানি জমে আছে কন্টেইনারগুলো অপসারণ করা। তাহলেই একটা বড় কাজ হবে। মে মাসে যথেষ্ট উদ্যোগ নেব যাতে এডিস মশা প্রজননের কোনো জায়গা না থাকে। তাহলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব। 

বিষয়টি নিয়ে কথা হয় ডিএনসিসির প্রশাসকের সঙ্গে। তিনি জানান, এবার মশা মারতে সহায়তা নেয়া হচ্ছে সেনাবাহিনীর। পাশাপাশি সরকারি-বেসরকারি সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট করার আহবান জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজ বলেন, আমরা সেনাবাহিনীর সঙ্গে আলাপ করেছি, তারা বলেছে আমরা এ কাজটা পুরো করব। হাসপাতালের পুরো পরিবেশটা পরিষ্কার রাখা, মশারি দেয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো প্রস্তুত রাখা। আমাদের ডেডিকেটেড ডেঙ্গি হাসপাতাল আছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় ডেঙ্গি ইউনিট প্রস্তুত রাখতে হবে। 

ডিএনসিসির সব নগর স্বাস্থ্য এবং মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের