শুক্রবার,

০২ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধে যুবক খুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ১ মে ২০২৫

Google News
পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর জায়গা নিয়ে বিরোধে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে ধান শুকানোর স্থান নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে সুজন ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের  ছেলে। তিনি এক ছেলে (৩ বছর) ও এক মেয়ে (দেড় বছর) সন্তানের জনক। অভিযুক্ত ঘাতক শাওন তার আপন চাচাতো ভাই। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

যুবকের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  দুপুরে বাড়ির আঙিনায় ধান শুকানোর স্থান নিয়ে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাওন ধারাল ছুরি দিয়ে সুজনকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের