বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১ মে ২০২৫

Google News
সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন।  

ফখরুল এ সময় বলেন, রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি দেশের বিরুদ্ধে যাবে। 

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। রাজনৈতিকভাবে দেশে কঠিন সময় অতিক্রম করছে বলেও এ সময় মন্তব্য করেন ফখরুল। 

দুপুরে শুরু হওয়া বিএনপির এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা বিএনপির নেতাকর্মীদের মাথায় ছিল লাল, সবুজ, সাদা ও কালো টুপি, পরনে দলীয় রঙের টি-শার্ট। চারপাশে চলছে ঢাক-ঢোল, স্লোগান আর দলীয় সংগীত।

বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন সমাবেশে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যাদের নিরাপত্তা দায়িত্বে তৎপর দেখা গেছে।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের