শুক্রবার,

০২ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ১ মে ২০২৫

Google News
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রীর ২য় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। সম্প্রতি সিনেমাটি  লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী। এমন খবর পাওয়ার পর উচ্ছ্বাসিত মেহজাবীন। অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, 'অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদ্‌যাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন'।
 
‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের