বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রের শিশু অভিনেত্রী সোফি নাইওয়েইড মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ২৪ এপ্রিল ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রের শিশু অভিনেত্রী সোফি নাইওয়েইড মারা গেছেন

‘ল অ্যান্ড অর্ডার’, ‘নোয়া’ ও ‘ম্যামথ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু অভিনেত্রী সোফি নাইওয়েইড মারা গেছেন। সম্প্রতি তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুকালে মাত্র ২৪ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

দ্য ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী ভার্মন্টের বেনিংটন পুলিশ বিভাগ জানিয়েছে, গত ১৪ এপ্রিল এক নারীর সহযোগিতা অনুরোধ করায় রোয়ারিং ব্রাঞ্চ নদীর তীরবর্তী একটি জঙ্গলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে প্রাথমিক উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছানোর পর তাদের উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। কিন্তু ভোর পাঁচটার দিকে অভিনেত্রী সোফি নাইওয়েইডকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় বেনিংটন পুলিশ জানিয়েছে, সোফি নাইওয়েইডের অকাল মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, এ অভিনেত্রীর মৃত্যুর সময় সঙ্গে এক ব্যক্তি ছিলেন। তিনি তদন্তকারীদের সহযোগিতা করছেন।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। তবে অকাল মৃত্যু হওয়ায় সোফি নাইওয়েইডের মৃত্যুর কারণ এবং মৃত্যু সম্পর্কে তীক্ষ্মভাবে তদন্ত পরিচালনা করবে বেনিংটন পুলিশ ব্যুরো অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস (বিসিআই) সংস্থা।

এছাড়া অন্য একটি প্রতিবেদন অনুযায়ী সোফি নাইওয়েইডের মৃত্যুসনদে মৃত্যুর সময় গর্ভবতী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার মা শেলি গিবসন হচ্ছেন ‘অল মাই চিলড্রেন’ ও ‘সেন্ট এলসওয়্যার’সহ বিভিন্ন টেলিভিশন শোয়ের অভিনেত্রী। তিনি মেয়ের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের