শনিবার,

০৩ মে ২০২৫,

২০ বৈশাখ ১৪৩২

শনিবার,

০৩ মে ২০২৫,

২০ বৈশাখ ১৪৩২

Radio Today News

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ২ মে ২০২৫

Google News
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাঁশ কাটতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে সীমান্তের বাইশফাঁড়ির তুইঙ্গাঝিরি বিজিবি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের কাঁটাতারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মনসুর আহমেদ (২৬)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
 
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত যুবকের বাম পায়ের আঙুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের