
কানাডার ফেডারেল নির্বাচনে এবার ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২২ জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছেন।
এবারের নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতদের ক্রমান্বয়ে আধিপত্য বাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি অধিবাসীদের ৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো।
পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাম্পটন শহরে। সেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
উদারপন্থি ও রক্ষণশীল উভয় দলেই পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্র্যাম্পটন নর্থে উদারপন্থি দলের রুবি সাহোতা রক্ষণশীল দলের আমনদীপ জুড়্গেকে পরাজিত করেন। বিবিসি।
রেডিওটুডে নিউজ/আনাম