শনিবার,

০৩ মে ২০২৫,

২০ বৈশাখ ১৪৩২

শনিবার,

০৩ মে ২০২৫,

২০ বৈশাখ ১৪৩২

Radio Today News

করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র নির্বাচিত সরকার: ফারুক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩২, ৩ মে ২০২৫

Google News
করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র নির্বাচিত সরকার: ফারুক

অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কথা না বলে আরাকান আর্মির জন্য মানবিক করিডর নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামির মুক্তি কতদূর ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

ফারুক বলেন, ‘এখন চায়ের দোকানে বসে মানুষ আলোচনা করে– উনি কী ক্ষমতায় থাকার জন্য এসেছেন? কারণ, ওই জনগণ তো বিগত ১৬ বছরে ভোট দিতে পারেনি। আমরা এ সরকারের কাছে আশা করেছিলাম তারা যতদ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। আমার ভোট আমি দেব, নিজে কেন্দ্রে গিয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দেব।’

তিনি বলেন, সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল বিগত ১৫ বছরে হাসিনা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নেয়া। দ্বিতীয় কাজ ছিল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রেখে জনগণের সেবা করা। এরপর ন্যূনতম সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

সাবেক এ বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছিল। তাদের এখনও সরাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এরা এখনও নানাভাবে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে।

মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, আসল কাজের সঙ্গে দেখা নেই, করিডর নিয়ে কথা বলছে। নির্বাচন নিয়ে কথা নেই করিডর নিয়ে কথা হচ্ছে। বিচার বিভাগ স্বাধীন করার দিকে খেয়াল নেই করিডর নিয়ে কথা হচ্ছে। করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র নির্বাচিত সরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের