রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

Radio Today News

আবহাওয়া-পারিপার্শ্বিকতা মাথায় রেখে নির্বাচনে দুই সময়ের প্রস্তাব জামায়াতের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৯, ৩ মে ২০২৫

আপডেট: ২০:২০, ৩ মে ২০২৫

Google News
আবহাওয়া-পারিপার্শ্বিকতা মাথায় রেখে নির্বাচনে দুই সময়ের প্রস্তাব জামায়াতের

জাতীয় নির্বাচনের জন্য দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতা মাথায় রেখে দুটি সময়ের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তবে তার আগে ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের আহবান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আর উপদেষ্টাদের কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হলে সরকার থেকে বেরিয়ে বক্তব্য দেওয়ার আহবান জানান তিনি। 

শনিবার ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রথম সেশনে উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। সেই সঙ্গে দেশের আবহাওয়া বিবেচনায় নির্বাচনের জন্য দুটি সময়ের প্রস্তাব দেন তিনি। 

তিনি বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।

সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে, তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয়, এবং অংশীজনেরা সে রকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের