
ব্যক্তিগত সফরে ভারতের ত্রিপুরায় গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শনিবার (৩ মে) দুপুর দেড়টায় দুজন সফর সঙ্গী নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যান।
এ বিষয়ে সন্তু লারমা গণমাধ্যমকে জানান, প্রথমবারের মতো এই পথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও মাতৃ-পিতৃ তর্পণ ও ধর্মীয় আচারাদি পালন করবেন।
এদিকে এ বিষয়ে তার এক সফরসঙ্গী জানান, ভারতের সঙ্গে সন্তু লারমার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি বহুদিন ধরে ভারতে যাওয়া-আসা করে থাকেন এবং এটি নতুন কিছু নয়। এবারও তিনি চিকিৎসা ও ধর্মীয় কাজে ভারতে যাচ্ছেন।
সন্তু লারমা রাঙামাটি সরকারি বাসভবন থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছান। এ সময় আখাউড়া স্থলবন্দরে সীমান্তের শূন্য রেখায় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত শাহীনুর ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সোহেল মাহমুদ ও আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান।
যদিও ভারতে তার সফর কয়দিনের জন্য তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।
রেডিওটুডে নিউজ/আনাম