রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

Radio Today News

৫৩ বছরে দেশে স্বাধীন প্রসিকিউশন হয়ে ওঠেনি: প্রেস সচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৭, ৩ মে ২০২৫

Google News
৫৩ বছরে দেশে স্বাধীন প্রসিকিউশন হয়ে ওঠেনি: প্রেস সচিব

দেশের প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব অনলাইন ফ্যাক্ট চেকিং ব্যবস্থা থাকা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসাথে তিনি জানান, দেশের আইনি ব্যবস্থা অনেকটা দুর্বল। ৫৩ বছরে দেশে স্বাধীন প্রসিকিউশন হয়ে ওঠেনি।

শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেয়াইএম আয়োজিত রাজধানীর আলীয় ফ্রয়েস ডি ঢাকা আয়োজনে এসব কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে দেশের প্রতিটি রাজনৈতিক দলের অনলাইন ফ্যাক্ট চেকিং ব্যবস্থা থাকা দরকার বলেও জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বি জে আইএম আয়োজিত রাজধানীর আলীয়াস ফ্রয়েস ডি ঢাকায় স্বাধীন গণমাধ্যমের নানা দিকের কথা তুলে ধরা হয়। 

এসময় প্রেস সচিব বলেন, গত ১৬ বছর ধরে সাংবাদিকতার পথভ্রষ্ট বা ফেইলোর হয়েছে।

আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যম কর্মীদের চাকরির প্রেক্ষাপট তুলে ধরেন। একই সাথে গণমাধ্যমের প্রাণবন্ত পরিবেশের জন্য সরকার কাজ করছে বলেও জানান।

এছাড়াও দেশের আইনি ব্যবস্থার কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস কাউন্সিলের নানা দিকের বিষয়ে কথা তুলে ধরা হয় আলোচনায়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের