শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

দয়া করে বিদায় হোন

আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না; ড. ইউনূ‌সের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৮, ২ মে ২০২৫

আপডেট: ০৭:৪৯, ২ মে ২০২৫

Google News
আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না; ড. ইউনূ‌সের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চান না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। এমনকি সংস্কার চান না বলেও জানান তিনি। এসময় অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি।  

মে দিবস উপল‌ক্ষে বৃহস্প‌তিবার রাজধানীর কাকরাই‌লে জাপার কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে শ্রমিক সমা‌বে‌শে এসব কথা বলেন তিনি। 

শ্রমিক সমা‌বে‌শে জি এম কা‌দের ড. ইউনূস এবং অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে ব‌লেন, আমরা চাই সরকারপ্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে, আমরা গ্রহণ করব। আবারও বলছি, এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না।

জিএম কা‌দের ব‌লেন, জাপার কর্মসূচি‌তে বাঁধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চলছে। আর অন্যায় অত্যাচার সহ্য করব না। 

সরকা‌রের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না। আমরা আপনাদের ওই চিন্তার ধার ধারি না। এদেশের জন্য আমাদের ত্যাগ আছে। এদেশের জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো। দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব। 

সরকার‌কে হুঁ‌শিয়ার ক‌রে জি এম কা‌দের ব‌লেন,  ফ্যাসিবাদি সিদ্ধান্ত মানব না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতারিত না হবে, ততদিন সংগ্রাম চলবে। 

ড. ইউনূ‌সের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান বলেন, যেহেতু আপনি অন্তর্ভূক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে বিদায় হোন। আপনাকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না।

কোন কারণ ছাড়াই জাপা‌কে রাজনী‌তি থে‌কে বের দেওয়ার চেষ্টা চল‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন জি এম কা‌দের। আওয়ামী লী‌গের কী অপরাধ প্রশ্ন তু‌লে তি‌নি ব‌লেন, কোন আইনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখবেন? কোন ব্যক্তি দোষ করলে, এটা তার দল বা ধর্মের দোষ নয়। সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের